এনামুল হক,শেরপুরঃ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
শেরপুরে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়েছে।রাত ১২.০১ মিনিটে শেরপুর চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সকল বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ,বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি,জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ,পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি”-আবদুল গাফ্ফার চৌধুরীর কথা ও শহীদ আলতাফ মাহমুদের অমর সুরে ফুটে ওঠা গভীর অনুভব ও বেদনার দিন অমর একুশে ফেব্রুয়ারি।মহান আত্মত্যাগের অহংকারে জ্বলে ওঠা,ভাষা অধিকারের পথ বেয়ে ভাষা ভিত্তিক আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেতনায় জেগে ওঠার দিন অমর একুশে ফেব্রুয়ারি।একুশে ফেব্রুয়ারি আগুনঝরা এদিনে মায়ের ভাষায় কথা বলার দাবিতে রাজপথ রাঙানোর স্মৃতি ও উত্তরাধিকার বহন করে চলেছে টানা ৭০ বছর ধরে বীর বাঙ্গালী।বহন করবে আজীবন। পৃথিবীর বুকে ভাষার জন্য রক্ত দিয়ে,অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার ইতিহাস সৃষ্টিকারী রণবীর জাতি বাঙালি।একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির চেতনার প্রতীক। সালাম,বরকত,রফিক,জব্বার,সফিউর,আউয়াল,অহিউল্লাহর রক্তে রাঙানো অমর একুশে বাঙালির পথের দিশা, প্রাণের স্পন্দন।রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ এই মহান শহীদ দিবস শুধু বাংলাদেশে নয়,বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে।যার মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের সংগ্রামের সূচনা ঘটে এবং মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি পায়। দিবসটি উপলক্ষ্যে শেরপুরে সকালে থেকে শিশুদের চিত্রাঙ্কন,বাংলা হাতের লেখা প্রতিযোগিতা,আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিল সহ জেলা ও উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।ভাষা শহীদদের স্মরণে সরকারি,বেসরকারি স্কুল,কলেজসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। একই সঙ্গে সর্বত্র ওড়ানো হচ্ছে শোকের কালো পতাকা। দিবসটি উপলক্ষ্যে শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল,জেলা সিভিল সার্জন অনুপম ভট্রাচার্য,পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া পর্যায়ক্রমে জেলা গোয়েন্দা শাখা ডিবি, সিআইড়ি, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদ্প্তর, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদ্প্তর, কৃষি সম্প্রসারণ অধিদ্প্তর, জেলা হাসপাতাল, জেলা প্রাণী সম্পদ বিভাগ, জেলা আনসার ও ভিডিপি, শেরপুর সদর থানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা আওয়ামীলীগ, বিএনপি, শেরপুর প্রেসক্লাব, জেলা আইনজীবি সমিতি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, যুবলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, যুব মহিলা আওয়ামীলীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।
Posted ২:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।