এনামুল হক,শেরপুরঃ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট
“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস,অদম্য আত্মবিশ্বাস’’- এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে প্রথমবারের মতো জাতীয় ভাবে পালিত হচ্ছে “শেখ রাসেল’ দিবস”। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শেরপুর জেলা প্রশাসক কার্যালয় (কালেক্টরেট)প্রাঙ্গণে ১৮অক্টোবর সোমবার সকালে শেখ রাসেল এর প্রতিকৃতিতে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী,শেরপুর পৌরসভার পক্ষ থেকে ভারপ্রাপ্ত মেয়র মোঃ নজরুল ইসলাম,সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসা মেহনাজ ফেরদৌস,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি,জেলা মুক্তিযোদ্ধা সংসদ,জেলা সিআইডি,জেলা স্বাস্থ্য বিভাগ,সদর থানা পুলিশ,জেলা নির্বাচন অফিস,সমাজ সেবা অফিসসহ বিভিন্ন সরকারী বেসরকারী অফিস ও স্কুল কলেজের পক্ষ থেকে পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক কার্যালয় (কালেক্টরেট) প্রাঙ্গণে শেখ রাসেল ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে শেরপুরে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন গুলোর আয়োজনে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া মহল্লায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
Posted ২:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।