মাহদী হাসান সিয়াম,ক্রাইম রিপোর্টার শেরপুর: | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
(২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শেরপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” ২০২১ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ আতিউর রহমান আতিক, এমপি মহোদয় । উক্ত উদ্বোধনী খেলায় জেলা প্রশাসক শেরপুর মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ আতিউর রহমান আতিক, এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার হাসান মোঃ হাসান নাহিদ চৌধুরী। পরে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় জেলা সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও ফুটবল প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১:৪২ অপরাহ্ণ | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।