মাহদী হাসান সিয়াম ক্রাইম রিপোর্টার,শেরপুরঃ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
শেরপুরে মাদরাসায় না যাওয়ায় ছাত্রকে পিটিয়ে জখন করলেন মাদারাসার শিক্ষক। মাদরাসায় না যাওয়ায় (১৫) বছরের ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষকের বিরুদ্ধে। (০৭ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে শেরপুরের উপজেলার শ্রীরবদী খরিয়া কাজীরচর পূর্ব খরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম মোঃ আমানুল্লাহ। তিনি শ্রীবরদী উপজেলার নূর হেরা নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষক। শিক্ষক আমানুল্লাহ শেরপুর জেলা শহরের উত্তর গৌরীপুর এলাকার মো. আব্দুল্লাহর ছেলে। মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন। ছাত্রের পরিবারিক সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার নূর হেরা নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদরাসায় পড়ালেখা করত পূর্ব খরিয়া গ্রামের আসিফুল ইসলাম বিজয়। সে একই গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে। সে মাদরাসায় না যাওয়ায় সোমবার তাকে বেধড়ক পেটায় শিক্ষক আমানুল্লাহ। এ ঘটনায় মাদরাসার অন্য ছাত্ররা বিজয়কে আহত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। এরপর বিজয়ের শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আহত ছাত্র আসিফুল ইসলাম বিজয় বলে, সোমবার দুপুরে আমাকে ডেকে নিয়ে যায় আমানুল্লাহ স্যার। এরপর হঠাৎ তিনি আমার শরীরের বিভিন্ন জায়গায় বেত দিয়ে আঘাত করতে থাকেন। এ সময় আমি স্যারকে না মারতে অনেক অনুরোধ করি। কিন্তু তিনি তা শোনেননি। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হুমায়ুন আহম্মেদ নুর বলেন, ওই ছাত্রকে সোমবার রাত ১০টার দিকে হাসপাতালে আনা হয়। তার পিঠে ও হাতে জখম রয়েছে। সে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।