শুক্রবার ১৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

শেরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ১৩

এনামুল হক,শেরপুরঃ   |   বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট

শেরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ১৩

শেরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ১৩


শেরপুরের শ্রীবরদীতে বনভোজন থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু আহত হয়েছে ১৩ জন।গত ১লা ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ ঘটিকার দিকে উপজেলার কলাকান্দা-দিয়ারচর এলাকার ব্রীজে মর্মান্তিক এ দূর্ঘটনায় নিহত হন পূর্ব খড়িয়া কাজিরচর গ্রামের আবু তালেব এর ছেলে মোঃ ইসমাইল হোসেন(১৭) এবং একই গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে সাইদুল ইসলাম(১৯)। আহতরা হলেন,একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে সাগর (১৭),আক্কাস আলীর ছেলে রাশেদুল(১৮),নূরে আলমের ছেলে আরিফ(২২),আমিজ উদ্দিনের ছেলে মামুন(১৭),শরাফত আলীর ছেলে লোকমান(১৭),আব্দুল কাদেরের ছেলে মুশফিকুর(১৭),বিল্লাল হোসেন ছেলে স্বাধীন।আহতরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ভ্রমণকারীরা সকলেই শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,মঙ্গলবার সকাল ১০ ঘটিকার দিকে ১৫জন শিক্ষার্থী শ্রীবরদীর পূর্ব খড়িয়া কাজীরচর এলাকা থেকে পিকআপ দিয়ে পিকনিকের উদ্দেশ্যে ঝিনাইগাতী উপজেলা গজনী অবকাশে যায়। পিকনিক শেষে সন্ধ্যার দিকে গজনী অবকাশ থেকে ফিরে শ্রীবরদী বাজার আসে। পরে বাজার থেকে একটি ট্রলি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে রাত সাড়ে ১১ঘটিকার দিকে কলাকান্দা-দিয়ারচর এলাকার ব্রীজের কাছে গেলে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে সবাই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই ৪জনের অবস্থা আশংকাজনক হওয়ার শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় দুইজন মারা যায়। ঘটনার পর ট্রলির চালক জুয়েল মিয়া কৌশলে পালিয়ে যায়। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈয়দা তোহরা তুজ আলম বলেন, ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫জন আহত রোগী আসেন চিকিৎসা নিতে। পরে সেখান থেকে ৪জনের অবস্থা গুরতর হওয়ার সদর হাসপাতালে প্রেরণ করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। বাকিরা শ্রীবরদী ও সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোহাম্মদ আবুল হাশেম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরে ৪জনের অবস্থা বেশি খারাপ হলে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যুর খবর পাই। আমরা ঘাতক ট্রলিকে জব্দ করি। কিন্তু চালক জুয়েল মিয়া কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চালককে ধরতে অভিযান অব্যাহত আছে।
Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins