মাহদী হাসান সিয়াম, ক্রাইম রিপোর্টার শেরপুরঃ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
শেরপুর জেলা শহরের পৌরসভার গৌরীপুর মহল্লার জামুর দোকান মোড়ে ২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জ গামী শুকরিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মোঃ ফজলুর রহমান ওরফে ফজলু (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ফজলুর রহমান ওরফে ফজলু শেরপুর পৌরসভার ঢাকলহাটী মহল্লার মৃত মেহের সেকের ছেলে। এঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সীমান্তবর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ গামী শুকরিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার বিকেলে শেরপুর পৌরসভার গৌরীপুর মহল্লার জামুর দোকান মোড়ে পৌঁছামাত্র ঢাকলহাটী মহল্লার বাসিন্দা মোটরসাইকেল আরোহী মোঃ ফজলুর রহমান ওরফে ফজলুকে ওই যাত্রীবাহী বাসটি পিছন থেকে তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোঃ ফজলুর রহমান ওরফে ফজলু ছিটকে পড়লে বাসটির চাকায় তার মাথা পৃষ্ঠ হয়ে থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বন্দে আলী, উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এঘটনায় ঘাতক বাসটি পুলিশ আটক করে সদর থানায় নিয়ে যায়। এব্যাপারে সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।