• শিরোনাম

    শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

    এনামুল হক,শেরপুরঃ | রবিবার, ২৭ মার্চ ২০২২ | পড়া হয়েছে 122 বার

    শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

    apps

    শেরপুরে বিনম্র শ্রদ্ধা,যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২’’পালন করা হয়েছে।দিবসটি’র প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ,বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এবং পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সিআইডি, সদর থানা, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে হুইপ আতিউর রহমান আতিক এমপি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৮ টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ ও পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত ও কুচকাওয়াজ প্রদর্শন করেন।একই দিন দুপুর ১২টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

    বাংলাদেশ সময়: ১২:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ