মাহদী হাসান সিায়ম,ক্রাইম রিপোর্টার শেরপুর: | বুধবার, ১১ আগস্ট ২০২১ | প্রিন্ট
শেরপুরে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে, (১১আগস্ট) বুধবার সকাল থেকেই টানা বৃষ্টিতে বজ্রপাতের ফলে চার জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। শেরপুর জেলায় চারটি উপজেলায় বজ্রপাতে কৃষি শ্রমিকসহ দুই কিশোরের মৃত্যু হয়। বজ্রপাতে নিহতরা হচ্ছেন, শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ মোস্তফা (৪০), নকলা উপজেলার লাভা গ্রামের মোঃ বদিউজ্জামানের ছেলে মোঃ আজিজুল হক, শ্রীবরদী উপজেলার গোশাইপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ আরমান হোসেন ও ঝিনাইগাতী উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাসেল মিয়া। বজ্রপাতে আহতরা হচ্ছেন- সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মোঃ ফজু মিয়ার ছেলে বদু মিয়া ও মৃত জোসনা মিয়ার ছেলে মোঃ আবু সাঈদ, নকলার লাভা গ্রামের আব্দুস ছালামের ছেলে বাবু মিয়া ও মোক্তার হোসেনের ছেলে হুমায়ুন ওরফে ফকির। সদর উপজেলার লছমনপুর কৃষ্ণাপুর দড়িপাড়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন জানায়, বজ্রপাতের ঘটনায় একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুজন সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বদু মিয়া নামে একজন সুস্থ রয়েছেন। তবে আবু সাইদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
Posted ৬:২৫ অপরাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।