
এনামুল হক,শেরপুরঃ | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১ | পড়া হয়েছে 64 বার
শেরপুরে বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশীপ ফুটবল খেলা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২১খ্রিঃ ফুটবল খেলা মেঘনা গ্রুপের আয়োজনে শেরপুর ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।৩ ডিসেম্বর শুক্রবার বিকালে শেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেরপুর বনাম মানিকগঞ্জ জেলার খেলাটি ৩-৩ গোলে ড্র হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)এর টুর্নামেন্ট ব্যবস্থাপনায় খেলাটির প্রথমার্ধে শেরপুর জেলা দল ৩-১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে মানিকগঞ্জ জেলা দল আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়ে আরো দুই গোল অর্জন করে খেলার সমতা ফিরিয়ে আনে।ফলে অমিমাংসিত ভাবে শেষ হয় খেলাটি। আগামী ৬ ডিসেম্বর শেরপুর বনাম মানিকগঞ্জ জেলার খেলাটি মানিকগঞ্জ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।মানিকগঞ্জ,ময়মনসিংহ,শেরপুর,টাংগাইল,গাজীপুর,নেত্রকোনা,জামালপুর ও সিরাজগঞ্জ এ আটটি জেলা নিয়ে খেলা সাজানো হয়েছে। বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশীপ ফুটবল খেলায় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ,পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম,ডিএফএ সভাপতি মানিক দত্ত,সাধারণ সম্পাদক হাকিম বাবুল,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ৫:০৫ অপরাহ্ণ | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel