এনামুল হক,শেরপুরঃ | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
শেরপুরে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপন প্রকল্পের আওতায় বিভিন্ন গ্রন্থাগারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়াধীন “গণগ্রন্থাগার অধিদপ্তর” কর্তৃক বরাদ্দকৃত মালামাল বিতরণ করা হয়েছে।১লা ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে শেরপুর জেলা গণগ্রন্থাগার সহ বিভিন্ন গণগ্রন্থাগারে এসব মালামাল বিতরণ করা হয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন প্রকল্পের মালামাল সামগ্রী বিতরণ কালে লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ,বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন,শেরপুর বেসরকারী গণগ্রন্থাগার পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক আফজাল হোসেন, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমিসহ বিশিষ্ট জনেরা। উল্লেখ্য,মালামাল সামগ্রীর মধ্যে প্রতিটি গণগ্রন্থাগারে জন্য দেওয়া হয় ১৯৬টি বই, ১টি কার্পেট, ৪টি ফ্রেম, ফ্রেমে সংযুক্ত ছবি,৬টি ফ্রেমে সংযুক্ত লোগো, ৪স্টিলের বুকসেলফ, ১টি কাঠের রিডিং টেবিল, ২টি রিডিং চেয়ার ইত্যাদি।্যান্যদের বক্তব্য রাখেন,শেরপুর বেসরকারী গণগ্রন্থাগার পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক আফজাল হোসেন, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমিসহ বিশিষ্ট জনেরা। উল্লেখ্য,মালামাল সামগ্রীর মধ্যে প্রতিটি গণগ্রন্থাগারে জন্য দেওয়া হয় ১৯৬টি বই, ১টি কার্পেট, ৪টি ফ্রেম, ফ্রেমে সংযুক্ত ছবি,৬টি ফ্রেমে সংযুক্ত লোগো, ৪স্টিলের বুকসেলফ, ১টি কাঠের রিডিং টেবিল, ২টি রিডিং চেয়ার ইত্যাদি।
Posted ৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।