
এনামুল হক,শেরপুরঃ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
শেরপুরে বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার শেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নে নির্মাণাধীন এসব ঘরের কাজ সরেজমিনে পরিদর্শন তিনি।এসময় নির্মাণাধীন ঘর গুলোর কাজের গুণগত মানের প্রশংসা করে প্রকল্পের সকল দিকে খেয়াল রাখতে জেলা প্রশাসককে নির্দেশ দেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)মোহাম্মদ তোফায়েল আহমেদ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(উপ-সচিব)সাইয়েদ এ.জেড.মোরশেদ আলী,বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃখবিরুল আহসান,শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস,সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)তনিমা আফ্রাদ,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)মোঃ খবিরুজ্জামান খানসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। উল্লেখ ২ শতাংশ জমিতে প্রতিটি ঘর নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।নির্মিত এ প্রকল্প অতিদ্রুত সময়ের মধ্যে ভূমিহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হবে।
Posted ১:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।