এনামুল হক,শেরপুরঃ | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
স্বাধীনতার সুমহান সূবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিজস্ব তহবিল হতে বরাদ্দকৃত হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরন করা হয়েছে।৯ সেপ্টেম্বর২০২১খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১১টায় শেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৫টি ইউনিয়নের মোট ২০জন প্রতিবন্ধিদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন,শেরপুর জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা”র সার্বিক সহযোগিতায় ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন রহমান অমি’র তত্ত্বাবধানে আয়োজিত হুইল চেয়ার বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল-মামুন,শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ মনসুর আহমেদ,শেরপুর সদর উপজেলা পরিষদের (সংরক্ষিত)মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৬:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।