এনামুল হক,শেরপুরঃ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক “মানবিক সহায়তার কর্মসূচীর” আওতায় শেরপুর সদর উপজেলার নিম্ন আয়ের মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।১৩ অক্টোবর ২০২১খ্রিঃ বুধবার সকালে শেরপুর সদর উপজেলার ৫৩টি পরিবারের মাঝে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়।এসময় প্রত্যেক উপকার ভোগীদের মাঝে নগদ ৬০০০/= করে মোট ৩,১৮,০০০ টাকা ও ২ বান করে মোট ১০৬ বান ঢেউটিন বিতরণ করা হয়। শেরপুর সদর উপজেলা পরিষদ কর্তৃক ঢেউটিন ও নগদ অর্থ বিরতণ কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ,বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এসময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জান খান, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, শেরপুর প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, হুইপ কন্যা ডা.শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি প্রমুখ।
Posted ১২:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।