এনামুল হক,শেরপুরঃ | রবিবার, ০৬ মার্চ ২০২২ | প্রিন্ট
শেরপুরে বহুল প্রচারিত জাতীয় দৈনিক “দেশ রূপান্তর”পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।৬ মার্চ রবিবার পৌর শহরের হোটেল সম্রাট মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি স্বাধীনতার স্বপক্ষে তৃতীয় বছর পেরিয়ে আজ চতুর্থ বছরে পদার্পণ করছে।এ উপলক্ষে শেরপুর প্রেসক্লাবে সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আফসার বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি”র বক্তব্য রাখেন,শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস। এসময় প্রধান অতিথি বলেন,সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকলকে আত্মনিয়োগ করতে হবে।সাহসীকতার মাধ্যমে সমাজের সমস্যা গুলো তুলে দরার আহ্বান জানান তিনি। দেশ টিভি’র শেরপুর জেলা প্রতিনিধি মোঃ রফিক মজিদ এর সঞ্চালনায় “দেশ রূপান্তর” পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট বলেন,স্বাধীনতার স্বপক্ষে মুক্ত চিন্তার এই পত্রিকাটি কাজ করে আসছে।পত্রিকার স্বার্থে আমি যতদিন প্রতিনিধি আছি ততদিন পত্রিকার কল্যাণে কাজ করে যাব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আক্তারুজ্জামান,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো,প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম,বিশিষ্ট কবি সাহিত্যিক তালাত মাহমুদ,প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বলসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিড়িয়ার সাংবাদিকবৃন্দ।
Posted ৪:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।