এনামুল হক,শেরপুরঃ | বুধবার, ০৯ জুন ২০২১ | প্রিন্ট
শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ইং জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।৮জুন মঙ্গলবার বিকেলে শেরপুর শহীদ স্মৃতি মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায়,বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শেরপুর পৌরসভা দল নকলা উপজেলা দলকে ৬-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ হয় শেরপুর পৌরসভার মোছাঃ লাকি আক্তার। অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ বালক জাতীয় গোল্ডকাপ এর খেলায় শেরপুর সদর উপজেলা দল ঝিনাইগাতী উপজেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ম্যান অব দ্যা ম্যাচ হয় শেরপুর সদর উপজেলার মোঃআকাশ মিয়া। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃআতিউর রহমান আতিক এমপি।এসময় প্রধান অতিথি তার ব্যক্তিগত তরফ থেকে বিজয়ী ২দলের প্রত্যেক খেলোয়াড় ও কোচদের জন্য জনপ্রতি ৫ হাজার করে এক লক্ষ ৭০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা নিবার্হী অফিসার ফিরোজ আল মামুন,শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল্লাহ আল মামুন,ডাঃশারমিন রহমান অমি,ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম,জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার,চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত,জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত,সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল,শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো: শরিফুর রহমান,সাধারণ সম্পাদক মোঃমেরাজ উদ্দিন,হুইপকন্যা সাদিয়া রহমান অপি প্রমূখ।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।