এনামুল হক,শেরপুরঃ | বুধবার, ২৪ নভেম্বর ২০২১ | প্রিন্ট
শেরপুরে জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে।২৩ নভেম্বর-২০২১খ্রিঃ মঙ্গলবার উপজেলা পরিষদ নতুন ভবনের সামনে এসব বেঞ্চ বিতরণ করা হয়। শেরপুর সদর উপজেলার অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্প (২য় পর্যায়)এর INF-২০১৭-১৮-৪৫৮৯৮৮-০১নম্বরে ভ্যাট ও করসহ মোট ২২,৪৮,০০০টাকা ব্যায়ে উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু মোট-১০৯সেট বেঞ্চ বিতরণ করেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম মিজান,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা,জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান,ইউডিএফইউজিডিপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।