এনামুল হক,শেরপুরঃ | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ | প্রিন্ট
শেরপুরে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউন জনিত কারনে শেরপুরের কর্মহীন শিল্পি, কুলা -কুশলী ও কবি সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদানকৃত নগদ অর্থ বিতরন করা হয়েছে। ০৬ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় ৫০জন শিল্পি কলা-কুশলী ও কবি সহিত্যিকদের মাঝে নগদ ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা প্রদান করা হয়। বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ওয়ালিউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সহ জেলা প্রশাসকের উচ্চপ্রদন্থ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
Posted ৫:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।