এনামুল হক,শেরপুরঃ | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত পদ্ধতিতে অতিদরিদ্র কর্মসূচির আওতায় উপকারভোগী বাছাই করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান সাব্বির আহমেদ খোকন।শেরপুর সদর উপজেলার ৯ নং চরমোচারিয়া ইউনিয়নে অতিদরিদ্র কর্মসূচি(কাবিখা) আওতায় উপকারভোগী বাছাইয়ে শতভাগ স্বচ্ছ করতে এমন পদ্ধতি অবলম্বন করেন তিনি। ৮ জানুয়ারি-২০২২খ্রিঃ শনিবার বিকালে চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।।ব্যতিক্রমধর্মী এ বাছাই পদ্ধতিতে হাজারো হতদরিদ্র জনতা আইডি কার্ড নিয়ে মাঠে ভীড় জমাই।ইউনিয়নের স্ব-স্ব ওয়ার্ডের মেম্বারদের মাধ্যমে উপস্থিত সকলের আইডি কার্ড জমা নিয়ে প্রতি ওয়ার্ডের জনসংখ্যা অনুযায়ী লটারির মাধ্যমে উপকার ভোগীর সংখ্যা নির্ধারণ করা হয়।ইউনিয়ন জুড়ে মাইকিং করে সকল দরিদ্র জনগোষ্ঠীর শতঃফূর্ত উপস্থিতি নিশ্চিত করেন চেয়ারম্যান সাব্বির আহম্মেদ খোকন। বাছাই প্রক্রিয়ায় চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের,১নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিজানুর রহমান,২নং ওয়ার্ডের আবু জাফর,৩নং ওয়ার্ডের নজরুল ইসলাম,৪নং ওয়ার্ডের জামাল উদ্দিন জালু,৫নং ওয়ার্ডের সুজাউদৌলা,৬নং ওয়ার্ডের রাজিব মিয়া,৭নং ওয়ার্ডের মেম্বার,যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মুছা,৮নং ওয়ার্ডের মোশারফ হোসেন,৯নং ওয়ার্ডের মালম আকন্দ,সংরক্ষিত মহিলা মেম্বার নূরুন্নাহার,মাজেদা বেগম,শিল্পী বেগম সহ গ্রাম পুলিশ ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১২:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।