এনামুল হক,শেরপুরঃ | রবিবার, ১৩ মার্চ ২০২২ | প্রিন্ট
শেরপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ওরিয়েন্টেশন ট্রেনিংয়ের সমাপনী অধিবেশনে চেয়ারম্যানের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।১২ মার্চ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওরিয়েন্টেশন ট্রেনিং এর সমাপনী অধিবেশনে চেয়ারম্যানদের হাতে সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ মোমিনুর রশীদ। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক।তিনি বলেন স্থানীয় সরকার কাঠামোর আওতায় ইউনিয়ন পরিষদ বাংলাদেশ সরকারের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কাজেই মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের মাধ্যমে যতো দ্রুত দক্ষ,স্বচ্ছ ও দায়িত্বশীল ভাবে গড়ে তোলা যাবে,ততো তাড়াতাড়ি জনতার গৌড়ের সরকারের সকল সেবা পৌঁছে দেওয়া সম্ভব।তিনি আরো বলেন,এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনার ক্ষেত্রে চেয়ারম্যানদের মাঝে গতিশীলতার নতুন মাত্রা যোগ হবে । এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন প্রমূখ। প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদ পরিচালনায় দক্ষতা বাড়ানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা,হিসাব-নিকাশ,এসডিজি অর্জনে ভূমিকা ও গ্রাম্য আদালত পরিচালনা সহ মোট ১৫ টি বিষয়ে চেয়ারম্যানদের মৌলিক ধারণা দেওয়া হয়।শেরপুর সদর,নকলা ও নালিতাবাড়ী উপজেলার মোট ৩৫জন ইউপি চেয়ারম্যান এ ট্রেনিংয়ে অংশ গ্রহণ করেন। উল্লেখ্য গত বুধবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শেরপুরে চেয়ারম্যানের ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন ট্রেনিং ভার্চুয়ালী উদ্বোধন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
Posted ২:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৩ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।