শেরপুর সদর উপজেলার ১০নং চরপক্ষিমারী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ পারুল বেগম আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নামে যে টাকা উত্তোলন করেছিলেন তা যথাযথ পাওনা ধারদের মাঝে ফিরিয়ে দিয়েছেন।
পাওয়া টাকা ফেরত পাওয়ায় মহা খুশি চরপক্ষিমারী ইউনিয়নের ১ নং ওর্য়াডের বাসিন্দা মোঃ হাবুল মাইরে ও মাহফুজা বেগম।সে সাথে পারুল মেম্বারের বিরুদ্ধে তাদের আর কোন অভিযোগ থাকলো না।
গত ১৬ মার্চ মঙ্গলবার জাতীয় দৈনিক বাংলার নবকন্ঠ ও অনলাইন পোর্টাল অপূর্ব নিউজ২৪.কম এ খবর প্রকাশের পর বিষয়টি আমলে নেন উপজেলা প্রশাসন এবং উক্ত বিষয়ের পারুল মেম্বারের সাথে কথা বলেন কর্তৃপক্ষ।যার ফলশ্রুতিতে মোঃ হাবুল মাইরের ৫০(পঞ্চাশ) হাজার টাকা ও মাহফুজা বেগমের ৪(চার) হাজার ৬(ছয়) শত টাকা ফেরত দেন তিনি।সে সাথে বিপদে আপদে সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
পাওনা টাকা ফেরত পাওয়া ভুক্তভোগীদের কাছে তাদের অভিমত জানতে চাইলে তারা বলেন পারুল মেম্বার সব সময় আমাদের সহ এলাকাবাসির উপকার করেন বিপদে আপদে পাশে থাকেন।আমাদের পাওনা টাকা ফেরত দিয়েছে তার প্রতি আর কোন অভিযোগ নেই। আমরা তার সাফল্য কামনা করি।