মাহদি হাসান সিয়াম,ক্রাইম রিপোর্টার,শেরপুরঃ | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।১৮ ডিসেম্বর-২০২১খ্রিঃ দুপুরে শেরপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। আনন্দ র্যালী শেষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা আ.লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন,শেরপুর জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,শেরপুর সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলা আ.লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম,এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী,যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম,এডভোকেট সুব্রত দে ভানু,সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু,আনোয়ারুল হাসান উৎপল,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বেলাল। এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি শুয়েব হাসান শাকিল,সাধারন সম্পাদক রেজাউল ইসলাম,শেরপুর সদর উপজেলা ও শহর যুবলীগের দায়িত্ব প্রাপ্ত যুবলীগ নেতা নাহিদ হাসান,মোঃ মাসুদ রানা,মোঃ মাহবুবুল হাসান বাবু,নূর উদ্দিন,জেলা তাঁতিলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সেলিম,সাধারন সম্পাদক মোঃ মিন্টু মিয়া,জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডা.আব্দুস সালাম,সহ-সভাপতি মোখলেছুর রহমানসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১২:২৭ অপরাহ্ণ | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।