মাহদী হাসান সিয়াম,ক্রাইম রিপোর্টার শেরপুর: | শনিবার, ২১ আগস্ট ২০২১ | প্রিন্ট
শেরপুর সদর উপজেলার মৃগী নদী থেকে অজ্ঞাতপরিচয় এ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর।শনিবার সকাল ১০টার দিকে পৌরশহরের অষ্টমীতলা পূর্ব শেরী এলাকায় মৃগী নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরশহরের অষ্টমীতলা পূর্ব শেরী এলাকায় মৃগী নদীতে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ দেখতে পান স্থানীয় লোকজন।পরে খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত)মো.বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরী করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ছাড়াও তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
Posted ৫:২৬ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।