এনামুল হক,শেরপুরঃ | সোমবার, ০৫ জুলাই ২০২১ | প্রিন্ট
দেশব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিন ৫ জুলাই সোমবার শেরপুর সদর উপজেলাসহ জেলার পাঁচ উপজেলার লকডাউন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এবং পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। ১লা জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শেরপুরে শুরু হয়েছে কঠোর লকডাউন।শেরপুর জেলার শেরপুর সদর,নকলা,নালিতাবাড়ী,শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এবং পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এসময় তারা উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেন।বিকেলে শেরপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।সিভিল সার্জন ডাঃএকেএম আনওয়ারুর রউফ তাদের জেলা সদর হাসপাতালের নতুন ভবনের কোভিড-১৯ ইউনিট,আইসোলেশন ইউনিটসহ হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখান। এসময় জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডাঃখাইরুল কবীর সুমন,জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ওসি ডিবি)মোঃ মোল্লা জাকির হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Posted ১০:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।