এনামুল হক,শেরপুরঃ | শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
দীর্ঘদিন ৫৪৩দিন পর গত ১২সেপ্টেম্বর২০২১খ্রিঃ শ্রেণিকক্ষের দ্বার খুলেছে।শিক্ষার্থীরা ফিরেছে নিজ নিজ স্কুল ভুবনে।কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ১৬সেপ্টেম্বর ২০২১খ্রিঃ বৃহস্পতিবার শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেন জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান।জেলা শিক্ষা অফিসার শেরপুর সদর উপজেলার কুমরী কাটাজান বালিকা উঃ বিদ্যালয়,ঝিনাইগাতি উপজেলার চেঙ্গুরিয়া আনছার আলী উঃবিদ্যালয়,আহমদ নগর উঃবিদ্যালয়,আহমদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাংটিয়া উঃবিদ্যালয়,শালচূড় উঃ বিদ্যালয়,দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা,হাজি অছি আমরুন নেছা বালিকা উঃ বিদ্যালয় এবং ঝিনাইগাতি সরকারি পাইলট উঃ বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা,স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা,পূর্ব নির্দেশনা অনুযায়ী প্রস্তুতকৃত রুটিনে ক্লাস পরিচালনা পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে ঝিনাইগাতি থেকে ফেরার পথে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে মালিঝিকান্দা উঃবিদ্যালয়,মধ্য নালিতাবাড়ি বালিকা উঃ বিদ্যালয়,ঘাগরা এফ রহমান উঃবিদ্যালয়,ঘাগরা দাখিল মাদ্রাসা,জমিলা গনি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় এবং দোহালিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকদের সাথে মত-বিনিময় সভা করেন।সভায় জেলা শিক্ষা অফিসার সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে ক্লাস পরিচালনার নির্দেশ প্রদান করেন।
Posted ১২:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।