| শনিবার, ১০ জুলাই ২০২১ | প্রিন্ট
এনামুল হক, শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার ১০নং চরপক্ষিমারী ইউনিয়ন দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।
৯ জুলাই শুক্রবার বিকেলে চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকার নদীভাঙন সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরির্দশন কালে জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং নদী ভাঙনরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে তাদের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাজাহান মিয়া, চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান আকবর আলী,শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বিগত কিছু দিন ধরে ভারিবর্ষনে এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরপক্ষিমারী ইউনিয়নের চুনিয়ারচর,ভাগলগড়,ডাকপাড়াসহ বেশ কয়েকটি গ্রাম পুরাতন ব্রহ্মপুত্র নদে ভাঙন দেখা যায়।যার ফলে প্রায় পৌণে ১ কিলোমিটার ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে। এছাড়া হুমকির মুখে পড়েছে ছয় গ্রামের ফসলি জমি, একটি প্রাথমিক বিদ্যালয়সহ বাড়িঘর।
Posted ৬:৪২ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।