মঙ্গলবার ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

শেরপুরের নন্দীর বাজার টু ঝগড়ারচর সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

এনামুল হক,শেরপুরঃ   |   শনিবার, ২৯ মে ২০২১   |   প্রিন্ট

শেরপুরের নন্দীর বাজার টু ঝগড়ারচর সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শেরপুরের নন্দীর বাজার থেকে ঝগড়ারচর বাজার পর্যন্ত রাস্তার কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে ২৭ মে বৃহস্পতিবার রাস্তার দুপাশে বিভিন্ন স্থানে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে চরাঞ্চলের হাজার হাজার মানুষ সকাল ১০.৩০ঘটিকা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণের মাধ্যমে দুপুর ১২.৩০ঘটিকায় মানববন্ধন শেষ করে। মানববন্ধন কর্মসূচির মূল আলোচনা কেন্দ্র ছিল চৌধুরী বাড়ি মোড়ে শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক, আঞ্চলিক সড়ক সংস্কার ও উন্নয়ন কমিটির উপদেষ্টা ইমতিয়াজ চৌধুরী শৈবালের সঞ্চালনায় এবং চৌধুরী বাড়ি মোড় বাজার কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল জুবায়ের রতন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি শাকিল চৌধুরী, আঞ্চলিক সড়ক সংস্কার ও উন্নয়ন কমিটির মূখ্য সমন্বয়ক এনামুল হক, কামারের চরের চর বাবনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গালিব চৌধুরী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শিপু, সাহাব্দীর চর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা বেগম জেরিন, কামারের চর বাজার দোকান মালিক সমিতির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম প্রমুখ। আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বয়ং এই সড়কের সংস্কার কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পরও কেন নির্ধারিত সময়ে কাজ শেষ হলো না! তা খতিয়ে দেখার দাবি জানাই।

এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ ১৫ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কেন দু দফা মেয়াদ বাড়ানোর পরো এমন বেহাল অবস্থার তা এলাকার মানুষের বোধগম্য নয়! তাই আমরা এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি জানাই আন্তঃ উপজেলার এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের। মানববন্ধনের বিভিন্ন স্থানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনসহ উপস্থিত ছিলেন নন্দীর বাজারে আলমগীর হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মখলেছুর রহমান, মাঝপারায় রুকনুজ্জামান রুকন, মুন্সির চরে মোতালেব হোসেন, চরবাবনা কান্দাপাড়ায় মিনাল শেখ, কামারের চরের ইন্জিনিয়ার রহুল আমিন রিপন, নামাপাড়ার আহসানউল্লাহ, চৌধুরী বাড়ি মোড়ে সজল চৌধুরী, ডুবার চরে জাকির হোসেন এরশাদ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৯ মে ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins