এনামুল হক,শেরপুরঃ | রবিবার, ১৭ মার্চ ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) সৈয়দ আবু সায়েম বিপিএম বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে নকলা থানার সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন।
রবিবার (১৭ মার্চ) সকালে বার্ষিক পরিদর্শনে নকলা থানায় উপস্থিত হলে অতিরিক্ত রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান নকলা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া।
পরে নকলা থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল থানা চত্বরে অতিরিক্ত ডিআইজিকে “গার্ড অব অনার” প্রদান করে।
পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সেরেস্তা, সার্ভিস ডেলিভারি সেন্টার সরেজমিনে পরিদর্শন পূর্বক থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন ও করণীয় সংক্রান্ত বিভিন্ন বিষয় দিক-নির্দেশনা প্রদান করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, নকলা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবুল কাশেম, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম সহ থানার বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Posted ৮:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।