
শেরপুর নকলা প্রতিনিধি: খন্দকার জসিম উদ্দিন | সোমবার, ২৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
শেরপুরের নকলায় স্থানীয় কর্তৃপক্ষ, উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে সংযোগ তৈরি বিষয়ক কর্মশালা
শেরপুরের নকলায় কৃষক নেতৃত্বাধীন সমিতির সাথে অগ্রাধিকার ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষের নীতিমালা সংক্রান্ত এক পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে অদ্য ২৫ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এবং আরডিএস এর বাস্তবায়নাধীন “ক্ষমতায়ন” প্রকল্পের উদ্যোগে “কৃষক নেতৃত্বাধীন সমিতির সাথে অগ্রাধিকার ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষদের নীতিমালা সংক্রান্ত পরামর্শ বিষয়ক কর্মশালা” উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে নকলা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহামুদুল হাসান মুসা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আব্দুল আহাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অনিক রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, এবং ইউপি চেয়ারম্যানগণ।
এ কর্মশালায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ মহিউদ্দিন সেলিম। ক্ষমতায়ন প্রকল্পের জেলা সমন্বয়কারী কৃষিবিদ মোঃ মাহবুব হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ক্ষমতায়ন প্রকল্পের পটভূমি ও ভূমিকা নিয়ে সার্বিক আলোচনা করেন আর.ডি.এস এর প্রোগ্রাম ম্যানেজার জনাব শামীম আজাদ। উক্ত কর্মশালায় নকলা উপজেলার ৪০টি কৃষিপণ্য উৎপাদক সমিতির ৪০ জন নেতৃবৃন্দ এবং উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের ১১ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৫ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।