ঐতিহ্যবাহী শেরপুর জেলার শেরপুর ও শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ সকল কাউন্সিলরদের শপথ গ্রহণ করানো হয়। ১৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি। এসময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিষদের উর্ধ্বতন কর্মকর্তা এবং শেরপুর থেকে যাওয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন টানা ৩য় বার নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করলেন।
শপথ গ্রহণকারী কাউন্সিলররা হচ্ছেন ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ডের রহমতউল্লাহ, ৪নং ওয়ার্ডের নাসিরুল ইসলাম নাহিদ, ৫নং ওয়ার্ডের আব্দুস সাত্তার, ৬নং ওয়ার্ডের কামাল হোসেন, ৭নং ওয়ার্ডের নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ডের বাবুল মিয়া ও ৯নং ওয়ার্ডের ইদ্রিস আলী গেন্দাকুল প্রমূখ।এসময় সংরক্ষিত মহিলা কাউন্সিল হিসেবে শপথ নেন ১নং ওয়ার্ডের হোসনে আরা নাজমা, ২নং ওয়ার্ডের স্মৃতি পারভীন ও ৩নং ওয়ার্ডের নাজমা বেগম। এসময় শেরপুরের শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আলী লালসহ নির্বাচিত কাউন্সিলরদেরও শপথ গ্রহণ করানো হয়।গত ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।