• শিরোনাম

    শেরপুরের জেলা প্রশাসক কর্তৃক সংবর্ধিত হলো টোকিও অলিম্পিকে মনোনীত জহির রায়হান

     এনামুল হক,শেরপুরঃ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | পড়া হয়েছে 291 বার

    শেরপুরের জেলা প্রশাসক কর্তৃক সংবর্ধিত হলো টোকিও অলিম্পিকে মনোনীত জহির রায়হান

    apps

    কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ২৩ শে জুলাই ২০২১ইং শুরু হতে পারে টোকিও অলিম্পিক গেমস্।দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে টোকিও অলিম্পিক গেমসের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে শেরপুরের কৃতি সন্তান জহির রায়হান।গত বুধবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশন (বিওএ)।এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জহির রায়হানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৫ মে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জহির রায়হানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আনার কলি মাহবুব।সে সাথে জহির রায়হানের খেলার সরঞ্জাম বাবদ নগদ অর্থ প্রদান করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা পারভীন,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন,নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমান,প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান,সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল,শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্তসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ১০:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ