এনামুল হক,শেরপুরঃ | শনিবার, ২২ মে ২০২১ | প্রিন্ট
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের জহির রায়হান দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে টোকিও অলিম্পিকের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় মনোনীত হয়েছে। ওয়াল্ড কার্ড নিয়ে অ্যাথলেটিকস ডিসিপ্লিনে টোকিও অলিম্পিকে অংশ নিবেন বাংলাদেশের ৪০০ মিটার দৌড়ে রেকর্ডধারী স্প্রিন্টার জহির রায়হান।বুধবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশন (বিওএ)। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন তিনজন অ্যাথলেটের নাম মনোনয়ন করে টোকিও অলিম্পিকসের জন্য। ১০০ মিটারে নারী ও পুরুষ বিভাগের দুই জন চ্যাম্পিয়ন শিরিন আক্তার এবং এম ইসমাইল অপরদিকে ৪০০ মিটারের শেরপুরের জহির রায়হানের নাম প্রস্তাব করা হয়। টোকিও অলিম্পিকে মনোনীত হওয়ায় উচ্ছ্বসিত ও আনন্দিত জহির রায়হান।তিনি মোবাইল ফোনে বাংলার নবকন্ঠকে বলেন,অলিম্পিকে খেলা আমার স্বপ্ন ছিল যা পূরণ হতে চলেছে। যারা মনোনয়ন দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।আমার সার্ভিস দল নৌ বাহিনীও ব্যাপারটি জেনে খুব খুশি।’ অপরদিকে জহির রায়হানের অলিম্পিকে খেলার সুযোগ হওয়াই তার পিতা মোঃ আব্দুর রাজ্জাক মাষ্টার ও তার মা মোছাঃ শিখন আক্তার অত্যন্ত খুশি। জানা যায় ইনজুরির কারণে সবশেষ বাংলাদেশ গেমসে অংশ নেয়া হয়নি জহিরের। পুনর্বাসন শেষে এখন পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়া এই স্প্রিন্টার। ইলেক্ট্রনিক টাইমিংয়ে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েন জহির। অলিম্পিকে নিজের রেকর্ডটাকে ছাড়িয়ে যেতে চান এই অ্যাথলেট। তিনি আরো বলেন অনুশীলনে এখন দম পাচ্ছি। হার্ড ট্রেনিং করছি। আশা করছি অলিম্পিকে নিজের রেকর্ড ছাড়িয়ে যেতে পারব। সবাই দোয়া করবেন। এর আগে তিনি ওয়ার্ল্ড ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নিজের ইভেন্টে অংশ নিয়ে হিটে উর্ত্তীর্ণ হয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেন। প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন জহির। ২০১৬ সালে রিও অলিম্পিকে অ্যাথলেটিকসে অংশ নেন শিরিন আক্তার।
Posted ১০:১৪ অপরাহ্ণ | শনিবার, ২২ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।