এনামুল হক,শেরপুরঃ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | প্রিন্ট
শেরপুর সদর উপজেলার ৯নং চরমোচারিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের সূত্রদরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের ধাক্কায় মোঃ সুরুজ্জামান(৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।আজ ২৩ এপ্রিল শুক্রবার দুপুরে চরমোচারিয়া ইউনিয়নের মকসুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মকসুদপুর গ্রামের কোকিল মিয়া গংদের সাথে নিহত বৃদ্ধ মোঃ সুরুজ্জামানদের দীর্ঘদিন দরে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলে আসছিল।যার পেক্ষিতে শুক্রবার দুপুরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির রূপ নেয়।
এসময় কোকিল গংদের ধাক্কায় বৃদ্ধ সুরুজ্জামান মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
Posted ২:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।