
শেরপুর প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সারা দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর ২০২১খ্রিঃ।আসন্ন ইউপি পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মনোযোগ আর্কষণ ও মনোনয়ন পত্র উত্তোলন নিয়ে ব্যস্ত সময় পার করছে সম্ভব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। ১১ অক্টোবর সোমবার বিকালে পোড়া দোকানন্থ উমিরণ নেছা রাইস মিল মাঠে বাংলাদেশ জাতীয় পাটি (জাপা)এর মনোনীত (লাঙ্গল) প্রতীককে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।কৃষক-শ্রমিক মেহনতী মানুষের হিতাকাঙ্ক্ষী ব্যাক্তি,শেরপুর জেলা জাতীয় পাটির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুর রউফ হাজার হাজার নেতাকর্মীদের সমর্থন নিয়ে মনোনয়ন পত্র উত্তোলন করার ঘোষণা প্রদান করেন। ঘোষিত তফসিল অনুযায়ী,দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্থগিত দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। জাতীয় পাটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ বলেন,আমি ১০নং চরপক্ষিমারী ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই,ইউনিয়নের সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ও সুবিধা বঞ্চিত দুস্থ দরিদ্র অসহায় মানুষের সেবা করার জন্য আপনাদের সকলে মতামতকে প্রাধান্য দিয়ে মনোনয়ন পত্র ক্রয় করবো ইনশাআল্লাহ।এসময় তিনি ইউনিয়নের নতুন ভোটারদের জাতীয় পাটির ছায়াতলে আসার উদাত্ত আহ্বান জানান।সাধারণ মানুষের পাশে থেকে খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে এবং ইউপিকে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। চরপক্ষিমারী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জাতীয় পাটির সভাপতি,সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহার্জ্ব ইলিয়াস উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা মন্জু মিয়া,মোঃ শামছদ্দিন,মোঃ সুরুজ আলী মেম্বার,বাহেজ মন্ডল,আঃ হাকিম,নিয়ত আলী,হায়দার মেম্বার,মোঃ শাহীন,হারেজ মেম্বার সহ অনেকে।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।