এনামুল হক,শেরপুরঃ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন শেরপুরের ১০নং চরপক্ষিমারী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মোঃ সোহেল মিয়া।শেরপুর সদর উপজেলার ১০নং চরপক্ষিমারী ইউনিয়নের ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার)পদে মোরগ প্রতীকে নির্বাচন করেন তিনি। ২নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৪১০টি। যার মধ্যে মোট কাস্টিং ভোটের সংখ্যা ১৮৩৯টি এবং মোট বৈধ ভোটের সংখ্যা ১৭১০টি।মোট পাচঁ জন প্রার্থী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন যার মধ্যে সর্বোচ্চ ৬৫৮টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন মোঃ সোহেল মিয়া।অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আমিনুল ইসলাম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৯৭ভোট। ১১নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত নির্বাচনে চরপক্ষিমারী ইউনিয়নের টাকিমারী সরকারি প্রাঃ বিদ্যালয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীন ভোট গ্রহণ হয়। ভোট গ্রহন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। প্রাপ্ত ফলাফলে মোঃ সোহেল মিয়া মোরগ প্রতীকে সর্বোচ্চ ৬৫৮ভোট পাওয়ায় প্রিসাইডিং অফিসার তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন। এদিকে নব-নির্বাচিত মেম্বার মোঃ সোহেল মিয়া এক সাক্ষাৎকারে বলেন,জনগন আমাকে ভালোবেসে ভোট দিয়েছে,আমি জনতার ভালোবাসায় সিক্ত,তাদের এই ঋন কোনদিনও ভূলার নয়,আমি চায় তাদের এই ভালোবাসা বুকে নিয়ে আমার নির্যাতিত,নিষ্পেষিত,বঞ্চিত অসহায় মানুষের জন্য কাজ করে যাবো। আমি আমার এলাকার সকলের সুখ ও দুঃখের সাথী হতে চাই এবং সকলের কাছে দোয়া চাই।
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।