• শিরোনাম

    শেরপুরের চরপক্ষিমারীতে অগ্নিকাণ্ডে ১৫টি গরু ছাগলসহ ২টি ঘর পুড়েছাঁই

    এনামুল হক,শেরপুরঃ | বুধবার, ১৯ মে ২০২১ | পড়া হয়েছে 505 বার

    শেরপুরের চরপক্ষিমারীতে অগ্নিকাণ্ডে ১৫টি গরু ছাগলসহ ২টি ঘর পুড়েছাঁই

    apps

    শেরপুর সদর উপজেলার ১০নং চরপক্ষিমারী ইউনিয়নের বাগলগড় পূর্ব পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ৬টি গরু ৭টি ছাগলসহ ২ টি ঘর পুড়েছাঁই হয়ে গেছে। ১৯ মে বুধবার ভোররাতে মোঃ আঃ রহিম মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়,মর্হুম হরজন ফকিরের দ্বিতীয় ছেলে মোঃ আঃ রহিম (৪৫) এর গোয়াল ঘরে আগুন লেগে মোট ১৫টি গরু ছাগল সহ ২টি ঘর পুড়ে যায়।এসময় ঘটনা স্থলেই ১টি গরু ও ৩টি ছাগল মৃত্যু বরণ করে। খবর পেয়ে এলাকাবাসির দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও কোন কিছুই বাঁচতে পারেনি।এদিকে শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুনকে ঘটনাটি মৌখিকভাবে জানানো হয়েছে।

    বাংলাদেশ সময়: ৯:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ