আল-মাসুদ লিটন জামালপুর : | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
জামালপুর সদর উপজেলার ৪নং তুলসিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডৌয়াতলা গ্রামের উত্তর -পাড়া মৃত আব্দুল হামেদ আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম শফিক (মাস্টার) থানা ও জেলা- জামালপুর সদর। আজ জামালপুর আদালত জামিন না মঞ্জুর করে। ২০১৯ সালে ১২ই ডিসেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শফিক মাস্টারের নেতৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্র ও জনবল দ্বারা দাঙ্গার সৃষ্টি করে। এই ঘটনায় ০৭ জন আহত হয় ও ০২ জন গুরুতর আহত হয়। আহতদেরকে জামালপুর সরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক তাদেরকে চিকিৎসা দেন এবং সুস্থ করেন। চিকিৎসক আহতদের ক্ষত পরীক্ষা করে ২৩ ধারা সার্টিফিকেট প্রধান করেন। যাহা পরবর্তিতে মামলার বাদী জামালপুর আদালতে ১২৬৮নং মামলা দায়ের করেন।
বাদী মোঃ আমিনুল ইসলাম মানিক, পিত-ফয়জুল হক করীম মাস্টার ৪নং তুলসিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডৌয়াতলা গ্রামের উত্তর –পাড়া, থানা ও জেলা-জামালপুর সদর।
শফিকুল মাস্টার রাজনৈতিক ও অর্থনৈতিক দাপটের বলে দীর্ঘদিন নিজেকে ধামাচাপা দিয়ে রাখেন। আজ ২১/০১/২০২১ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটে আদালতে হাজির হইতে বাধ্য হন। বিচারক তার জামিন না মাঞ্জুর করেন এবং আদালত অবমাননার দায়ে তাকে কারাগারে পাঠান। নিম্ন বর্ণিত আসামীদেরকে ১০০০/- টাকা করে জরিমানা করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন :
১। আনোয়ার হোসেন, পিতা-মৃত মোজাম্মেল হক, সাং- ডৌয়াতলা উত্তরপাড়া
২। মোঃ আলম মাস্টার, পিতা-মৃত আকরাম হোসেন, সাং- ডৌয়াতলা উত্তরপাড়া
৩। নূর মোহাম্মদ, পিতা-হারু মিয়া, সাং- ডৌয়াতলা উত্তরপাড়া
৪। আব্দুল মোতালেব (তারু), পিতা- শাহাআলম সরকার, সাং- ডৌয়াতলা উত্তরপাড়া
৫। ডলি বেগম, পিতা-আব্দুল মোতালেব (তারু), সাং- ডৌয়াতলা উত্তরপাড়া
Posted ৮:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।