শফিকুল ইসলাম;বিশেষ প্রতিনিধিঃ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 88 বার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন,শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার।শেখ হাসিনা সরকারের সময়েই দেশে নতুন নতুন কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। আজ দেশের শিক্ষার মান উন্নয়নে তিনি দিন-রাত পরিশ্রম করছেন।
আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন,শেখ হাসিনার সরকার শিক্ষা খাতে যে বরাদ্দ করেছে বাংলাদেশের ইতিহাসে এত বরাদ্দ কখনো কেউ করেনি।তিনি দেশে বিশেষায়িত শিক্ষা প্রতিস্ঠান করেছেন। বাংলাদেশের ইতিহাসে কেউ কল্পনা করেনি যে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে তিনি করেছেন। প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সবচেয়ে বেশি প্রধান্য দিয়েছেন। তিনি মনে করেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তার উন্নয়নকে নিজেরাই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।এই শিক্ষা বান্ধব সরকার শেখ হাসিনাকে আমাদের টিকিয়ে রাখতে হবে।শেখ হাসিনা ক্ষমতায় আসলে আমাদের উন্নয়ন হবে।শেখ হাসিনা না থাকলে উন্নয়ন ব্যহত হবে।
কলেজের নবনির্মিত হলরুমে কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এসএম রোকনুজ্জামানের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা সুশীল মন্ডল এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মাটিভাঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সন্তোষ কুমার মিস্ত্রী ও শ্রীরামকাঠি কুমার মঠের প্রতিষ্ঠাতা কুমার আচার্য,শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বেপারী, সেখমাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, বীর মুক্তিযোদ্ধা নিত্যনন্দ হালদার, হিন্দু, বৈদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃদুল কান্তি মজুমদার সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগে নেতৃবৃন্দ।
এর আগে, মন্ত্রী এক কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর হতে ভীমকাঠী পর্যন্ত প্রায় সাড়ে ১১ কি.মি দৈর্ঘ্যের ৬টি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১০:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel