• শিরোনাম

    শেখ হাসিনার শুভ জন্মদিন

    অনলাইন ডেস্ক | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 501 বার

    শেখ হাসিনার শুভ জন্মদিন

    apps

    নূরুদ্দীন দরজী:

    শুভ শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন,
    শুভ শুভ শুভ দিন বাংলাদেশের শুভ দিন।
    বাংলার মানুষ আজ পেয়েছে নিজের ঠিকানা,
    তুমি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের যোগ্য কন্যা।
    বহুদিন ঠকিয়েছে বেনিয়া পাষান্ডের দল,
    তোমাতে পেয়েছে বাঙালি যত শক্তি সাহস বল।
    পূর্ণিমার চাঁদ যেমন আকাশে ভেসে বেড়ায়,
    সে চাঁদ আলো তুমি এনেছ ডিজিটাল বাংলায়।
    কৃষি বিপ্লব ঘটিয়ে রেখেছ অন্যান্য অবদান,
    শস্য খেতে সোনা ফলে এ যে বিধাতার‌ই দান।
    তোমার স্নেহের পরশে সবাই আমরা সমান,
    মিলেমিশে আছি সবে হেথা হিন্দু মুসলমান।
    সুখের প্রদীপ জ্বলে যেন সারা বাংলার গায়,
    মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি বিশ্ব সভায়।
    তুমি এ বাংলার মানুষের একান্ত আপন জন,
    সকলের ভালবাসায় সিক্ত রবে চির জীবন।

    বাংলাদেশ সময়: ১১:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    কচু শাক চুরি

    ১৫ জুলাই ২০২১

    শূন্যতা

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ