
আব্দুল্লাহ আল মামুন, | রবিবার, ০৭ মে ২০২৩ | প্রিন্ট
মাদারীপুর- ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, ২০০৪ সালে শিক্ষার হার ছিলো শুধু ৪৫ পারসেন্ট আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই শিক্ষার হার দাড়িয়েছে ৭৫ পারসেন্টে। কোথায় ৪৫ আর কোথায় ৭৫! শতভাগ শিক্ষার হার পেতে বেশী দিন লাগবেনা।
রবিবার (৭ মে) সকাল ১০ টায় ডাসার বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ড.আবদুস সোবহান গোলাপ এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশে দরকার, তিনি শিক্ষা ব্যাবস্থার অনেক পরিবর্তন করেছেন এবং বিনা পয়সায় বছরের প্রথমে সারা বাংলাদেশের ছেলে মেয়েদের মধ্যে বই বিতরন করেন। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশেই বিনামূল্যে বই বিতরণ করেন। ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির ব্যাবস্থা করেছেন। শিক্ষার হার বেড়েছে শিক্ষার মান বেড়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঘরিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে ও ডাসার উপজেলা মৎস্য জীবিলীগের সহ-সভাপতি ইসতিয়াক হোসেন তুষার খানের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী তানভীর ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরদার, রমজানপুর ইউনিয়নের চেয়ারম্যান বি.এম.মিল্টন ইব্রাহিম, মৎস্য জীবীলীগের কালকিনি উপজেলার সভাপতি শাহাদাত হোসেন সরদার প্রমুখ।
Posted ৬:৫৪ অপরাহ্ণ | রবিবার, ০৭ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।