জামিল হোসেন, পাবনা | সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী উৎসব মূখর পরিবেশে পালনের উদ্দেশ্যে আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৬’সেপ্টেম্বর) সকাল ১১টায় পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পাবনা সদর উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী ব্যাপক উৎসবমুখর পরিবেশে করার সিদ্ধান্ত হয়। জেলা আওয়ামীলীগের সাথে যৌথভাবে পৌর ও উপজেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশ গ্রহন করার সিদ্ধান্ত হয়। পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমনের সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম আজাদ বাবু, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারফ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান মামুন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, দপ্তর সম্পাদক আলহাজ্ব শরিফুল হক পলাশ প্রমূখ। সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দ সভায় অংশ গ্রহন করেন।
Posted ১২:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।