এনামুল হক, শেরপুরঃ | সোমবার, ২২ মে ২০২৩ | পড়া হয়েছে 78 বার
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় শেরপুরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শেরপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ২২ মে সোমবার শহর জুড়ে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় দলীয় নেতাকর্মীরা।
‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’–সম্প্রতি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এমন বক্তব্যের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় জেলা, উপজেলা, পৌর শহর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ মে শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
বাংলাদেশ সময়: ৯:১৩ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel