| রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: নরসিংদীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল এর ৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার নরসিংদী জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীর অায়োজনে এ উপলক্ষে কেক কেঁটে মিষ্টি মুখ, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের সুবিধার্থে এবং শেখ রাসেল এঁর স্মৃতির স্মরণে নরসিংদী জেলায় একটি শিশু পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তাঁর বক্তব্যে শিশু অধিকার নিশ্চিতকরণ এবং তাঁদের বেড়ে ওঠার সুস্থ ও স্বাভাবিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে শেখ রাসেল এঁর স্মৃতির প্রতি প্রকৃত সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
পরবর্তীতে শেখ রাসেল এঁর ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।