
| সোমবার, ০২ জুন ২০২৫ | প্রিন্ট
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এর উদ্যোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলার কনফারেন্স কক্ষে “ Empowering Future Veterinarians: Skills, Enthics, and Innovations ” শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ । তিনি তাঁর বক্তব্যে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠভাবে তত্ত্বীয় জ্ঞান অর্জন করার পাশাপাশি অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে এবং এই অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগাতে হবে। তবেই বাংলাদেশের মানুূষের আমিষের চাহিদা পূরণ হবে। আমার বিশ্বাস পৃথিবীর বুকে তোমরাই একদিন যোগ্য পশু ডাক্তার হিসেবে পরিচিতি লাভ কররে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোঃ মাহমুদুল হাসান। সার্জারী এন্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেকৃবি’র ট্টেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মোঃ জাহাঙ্গির আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. গোপাল চন্দ্র বিশ্বাস।
Posted ৪:০৪ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।