রবিবার ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

শেকৃবি’তে “বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্ক   |   বুধবার, ০২ জুলাই ২০২৫   |   প্রিন্ট

শেকৃবি’তে “বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যোগে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে “বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। উপাচার্য প্রথমে টি এস সি চত্ত্বরে বিএআরআই উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলার উদ্বোধন করেন। উপাচার্য তাঁর বক্তব্যে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে যান্ত্রিকীকরণের উপর গুরুত্ব দিতে বলেন এবং ড্রোন প্রযুক্তিকে কৃষি যান্ত্রিকীকরণে সম্পৃক্ত করার পরামর্শ দেন। আর এ ক্ষেত্রে বাংলাদেশের সকল কৃষি প্রকৌশলীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে কৃষি প্রকৌশল অনুষদ ওপেন করে ছাত্র ভর্তি করা হবে যাতে করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বাংলাদেশ এর কৃষি যান্ত্রিকীকরণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। । সেমিনার এ বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, , ছাত্র পরামর্শ ও নির্দেশনা এর পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক এবং বিশ্ববিদ্যালয় এর প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের Machinery and Postharvest Process Engineering (FMPE) বিভাগের কৃষি প্রকৌশলী মাহেদি হাসান । অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের FMPE বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ড. মো. নুরুল আমিন।

Facebook Comments Box

Posted ৭:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins