অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 392 বার
মোহাম্মদ কায়সার আলম
জীবন চরিত্রে ঝরে পড়া আমি এক বকুল ফুল,
প্রয়োজনে সবার ফ্রেমে বাঁধানো, অপ্রয়োজনে হারায় কূল।
নিয়তির এই নিষ্ঠুর করাঘাতে দিন-মাস-বছর যাচ্ছে তো যাচ্ছে—
মনের কোণে জমে থাকা কষ্টগুলো আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।
স্বার্থের কাছে জীবন কিছুই না! প্রতিষ্ঠিত এখন আজব এই সত্য,
অথচ মানুষের বিধান, জীবনের প্রণিধান, সবই অনিত্য।
তবুও কেনো এই ছলচাতুরী? অমানবিকতা হলো পাকাপোক্ত!
মনের সাংঘর্ষিকতায়, মানুষের অনৈতিকতায়, কেউ অশ্রুসিক্ত।
অনাকাঙ্ক্ষিত অভিশাপ, দগ্ধ অগ্নিতাপ, নির্দোষের কাঁধে,
রক্তের বেঈমানি, প্রতিহিংসায় উস্কানি, স্বার্থের ক্রোধে।
তাই জীবনের তরে, অষ্টপ্রহরে, বিষাদের পূর্ণতা।
আমার হৃদয়ে কেবল সুখের শূন্যতা।
বাংলাদেশ সময়: ৭:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel