| রবিবার, ২৭ জুন ২০২১ | প্রিন্ট
জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৫ বছর পূর্তিতে শুভেচ্ছা বার্তা তরুণ ছাত্রনেতা ইমরান সরকারের- (২৭জুন রবিবার) জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর ২৫ বছর পূর্তিতে শুভেচ্ছা বার্তা দিলেন তরুণ ছাত্রনেতা ইমরান সরকার আকাশ। শুভ জন্মদিন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট। রাজধানী,বনানী জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি জানান বর্তমানে বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে যে হিংস্র বর্বরতা চলছে , এটা কোন রাজনীতি নয়, এটা রাজনীতি নামের কলঙ্ক এখন বাংলাদেশে রাজনীতি করতে গেলে সৎ নিষ্ঠাবান সঠিক নেতার দরকার, যিনি সঠিক নেতৃত্ব দিয়ে ঐ সকল হায়েনা গোষ্ঠীকে মোকাবেলা করতে পারবেন , তাই আসুন আমরা জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ ছাত্র, জনগোষ্ঠী ও শিক্ষা জাতিকে উচ্চ মর্যাদায় নিয়ে গিয়ে দেশে ও দেশের ছাত্র সমাজ ও মানুষকে শান্তি সম্মৃদ্ধি ফিরিয়ে এনে সোনার বাংলা গড়ে তুলি। এসময় তিনি বলেন বর্তমান ছাত্র রাজনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিছু কুচক্রী মহল এবং ছাত্র রাজনীতির নামে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে অস্ত্রশস্ত্র ।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন বর্তমান চিত্রের অসৎ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং ছাত্র রাজনীতিকে কলঙ্কমুক্ত করতে হবে। শালিন সচ্চরিত্রের ছাত্র রাজনীতিতে আহব্বান জানাচ্ছি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম একমাত্র কলঙ্কমুক্ত ছাত্রসংগঠন জাকের পার্টি ছাত্রফ্রন্ট। জাকের পার্টি ফ্রন্টের পবিত্র নেতৃত্বে ২৫ বছরে! সাম্য শান্তি ঐক্য’র ২৫ বছরে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃপ্রেমের ২৫ বছরে সত্য সুন্দর ও মানবিকতার ২৫ বছরে বিভক্ত, বিপদগামী, অন্ধকারাচ্ছন্ন ছাত্রসমাজকে সত্য, সুন্দর ও কল্যানের পথে আনার সংগ্রামের দৈঘ্য ২৫ বছরের রজতজয়ন্তীতে কোন কালো দাগ নেই সর্বকালীন গরীব দুঃখী লাঞ্চিত বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আজ সেই প্রাণের সংগঠন এর ২৫ বছর পূর্তি ও গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকী। শুভ জন্মদিন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট। এই মহা আনন্দের দিনে জাকের পার্টি ছাত্রফ্রন্ট জামালপুর জেলার পক্ষ থেকে জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকলের ব্যক্তিজীবনে বিকশিত হোক এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তা যেনো বাস্তবায়িত হয় সেই কামনা করি। অনুগ্রহ করে আপনার নিজ জীবন, পরিবার এবং আপনার পার্শ্ববর্তী সকলের কল্যাণে করোনার সময় সরকারি সকল বিধি নিষেধ মেনে চলবেন এবং অবশ্যই আপনার পার্শ্ববর্তী সামর্থ্যহীন এর সাথে আপনার সামর্থ্য অনুযায়ী পাশে থাকুন। ইমরান সরকার আকাশ সিনিয়র সহ-সভাপতি জাকেরপাটি ছাত্র ফ্রন্ট জামালপুর জেলা।
Posted ৮:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।