স্টাফ রিপোর্টার: | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 29 বার
বছরের শেষ দিন শীতের সকালে আশ্রয়ন প্রকল্পে বসবাস করা দরিদ্রদের খোঁজ খবর নিতে যান পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ।
শীতের সকাল ৭টায় ইউএনও তার বাসভবন থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দুরে তালুকদার গ্রাম আশ্রয়ন প্রকল্পে যান। ওই আশ্রয়নে প্রধানমন্ত্রীর ১১১টি বাড়ি রয়েছে। আশ্রয়নের দরিদ্র মানুষেরা সকালে ঘুম থেকে উঠে শীত নিবারনের জন্য খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছিল। এসময় ইউএনও সেখানে হাজির হয়ে তাদের সাথে বসে আগুন পোহান। এসময় তিনি তাদের কুশোলাদি জিজ্ঞাসা করেন। এভাবে তাদের ইউএনওকে কাছে পেয়ে দরিদ্র মানুষেরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
আশ্রয়নবাসিরা বলেন, ইউএনও প্রায় সময়ই এসে তাদের খোঁজ খবর নেন এবং সাধ্যমত বিভিন্ন সহায়তা প্রদান করেন। তারা ইউএনও’র মঙ্গল কামনা করেন।
বাংলাদেশ সময়: ৮:২৬ অপরাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel