
খন্দকার আমির হোসেন: | রবিবার, ১১ মে ২০২৫ | প্রিন্ট
মো: কামাল পারভেজ শেখ কে সভাপতি ও মোস্তফা মোল্লা কে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলার শিবপুর বাসস্ট্যান্ড সিএনজি (অটোরিক্সা) মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১ টায় শিবপুর বাসস্ট্যান্ডে সর্বসম্মতিক্রমে এই কমিটির ঘোষনা করা হয়।
নরসিংদী জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি নাসিরউদ্দিনের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, শিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা। এসময় আরও বক্তব্য রাখেন জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক বজলুর রহমান মুন্সি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাহাদাত হোসেন মামুন, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ওমর ফারুক টিটু, শিবপুর সড়ক পরিবহন মালিক সমিতির সহসম্পাদক আলম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবেদ হাসান জজমিয়া প্রমুখ।
এসময় বক্তরা বলেন সিএনজি মালিক সমিতি একটি শক্তিশালী সংগঠন। মালিক সমিতির কাছে আশা করেন সেবার মান আরও উন্নত করার জন্য। জন সাধারণ যাতে হয়রানীর শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষ ভাবে আহ্বান জানান।
Posted ৭:২১ অপরাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।