| বুধবার, ৩১ মার্চ ২০২১ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশে নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (৩১ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজের শিবপুর উপজেলা প্রতিনিধি খোরশেদ আলম, (প্রাপ্ত ভোট ১৫) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের শিবপুর উপজেলা প্রতিনিধি আরিফুল হাসান, ( প্রাপ্ত ভোট ১৬)। এছাড়াও সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের শিবপুর উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া (প্রাপ্ত ভোট ১৭), সহ সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের শিবপুর উপজেলা প্রতিনিধি মোমেন খান (প্রাপ্ত ভোট ১৯), কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক নরসিংদীর সময়ের শিবপুর উপজেলা প্রতিনিধি আজমল হোসেন ভূইয়া (প্রাপ্ত ভোট ২৩)।
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্রীড়া সম্পাদক পদে সাপ্তাহিক জনতার চিন্তার শিবপুর উপজেলা প্রতিনিধি ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক পদে সাপ্তাহিক নরসিংদীর তথ্যের শিবপুর উপজেলা প্রতিনিধি স্বপন খান, দপ্তর সম্পাদক পদে দৈনিক নরসিংদী সারাদিনের শিবপুর উপজেলা প্রতিনিধি রাসেল মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সাপ্তাহিক জনপদের শিবপুর উপজেলা প্রতিনিধি কাজী এনামুল হক শাহিন, নির্বাহী সদস্য পদে দৈনিক নরসিংদীর বাণীর শিবপুর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান ও ডেইলি মর্নিং গ্লোরীর শিবপুর উপজেলা প্রতিনিধি ডালিম খান।
উল্লেখ্য শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খানের তত্বাবধানে এই নির্বাচন পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন।
Posted ৬:৪০ অপরাহ্ণ | বুধবার, ৩১ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।