| শনিবার, ০২ অক্টোবর ২০২১ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি:
শিবপুরে মজিদ মোল্লা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় নরসিংদী জেলা ব্যাপী চাউল, যাতায়াত ভাড়া ও মাস্ক বিতরণ কর্মসূচীর আওতায় শিবপুর উপজেলায় ত্রাণ বিতরণ সামগ্রী করা হয়েছে ।
১ অক্টোবর শুক্রবার সকালে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল । অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবার সমিতির সভাপতি ও মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তালেব ভুইয়া প্রধান শিক্ষক নোয়াদিয়া কে এইচ উচ্চ বিদ্যালয় প্রমূখ। এ সময় মজিদ মোল্লা ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী হিসেবে ২৫ কেজি চাউল, ২০০ শত টাকা ও ৪টি মাস্ক, ৪টি ইউনিয়ন ও শিবপুর পৌর সভার ৭৫০টি পরিবারের মধ্যে বিতরণ করা হয় ।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০২ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।